বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিয়ে করেছেন, মাসখানেক হতে চললো। তার স্ত্রী থাকেন জার্মানি, ছবিও দেখেছেন অনেকে। কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে নাম বলেননি সহধর্মিনীর। ডিবিসি নিউজের মাধ্যমেই ক্যাপ্টেন দেশবাসীকে জানিয়ে দিলেন অর্ধাঙ্গিনীর নাম।
স্ত্রীর নাম জানতে চাইলে জামাল ভূঁইয়া বলেন, 'কাউকে নাম বলিনা।'
আবারও জানতে চাইলে এবার বলেই ফেললেন তিনি। জামাল বলেন, 'ওর ডাকনাম জারা, আর পুরো নাম সারা আহমান চৌধুরী জারা।'
বিয়ের পর থেকেই জামাল ভূঁইয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে অনেক। এ বিষয়কে ইতিবাচকভাবে নিয়ে তিনি বলেন, 'ট্রল এখনকার দিনে ফুটবলের একটা অংশই হয়ে গেছে। আর, এখন ট্রল চলেই। আমি তো মাত্র বিয়ে করলাম। সবাই আমাকে ট্রল দেয় প্রত্যেকদিন। আমি আমার স্ত্রীর নাম বলিনা এরকম ট্রল করে। এ বিষয়ে অনেক জায়গায় লেখা হয়েছে অনেক।'
জারার সঙ্গে পরিচয়ের ব্যাপারে জামাল ভূঁইয়া জানান, 'আমার বাবার বন্ধুর বন্ধুর মেয়ে। বাবার বন্ধু বললেন একটা মেয়ে আছে, জামাল ভূইঁয়ার সঙ্গে ভালো লাগবে। আর, আমার একটু ভয় লেগেছে কারণ আমি কখনও ডেটিং করিনি। আমিতো খুবই ব্যস্ত ফুটবল নিয়ে। বিয়ের আগে অনেকটা কাঁপছিলাম। পরে, আমার মনে হলো সময় হয়েছে বিয়ে করার। আর, আমার বয়স হয়েছে। আমি মনে করি, আমার জন্য এটাই উপযুক্ত সময় ছিলো বিয়ে করার।'