খেলাধুলা, ক্রিকেট

অবসর ঘোষণার পর মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মার্চ ২০২৫ ০১:৩১:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানিয়েছে অবসরের ঘোষণা দেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশকুফির রহিম। আর এই অবসর ঘোষণার পর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সতীর্থরা আজ (৬ই মার্চ) তাকে দিয়েছে গার্ড অব অনার।

মিরপুরে দেখা যায়, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে।

 

এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন।

 

তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় ছিলেন তারাও।

 

ওয়ানডেতে  ১৯ বছরের অসাধারণ ক্যারিয়ার মুশফিকুর রহিমের। এই ফরম্যাটে ২৭৪ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে মোট ৭৭৯৫ রান করেছেন। এই সংস্করণে তামিমের পর বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি।


ডিবিসি/এএনটি

আরও পড়ুন