বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার (১৩ই জুলাই) গভীর রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত জেলেদের এবং জব্দকৃত ট্রলার দুটিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহলকালে "এফবি ঝড়" ও "এফবি মঙ্গল চন্ডি-৩৮" নামের দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে দেখে। এ সময় ট্রলার দুটিকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত ৩৪ জন জেলের সবাই ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
জব্দকৃত ট্রলার দুটিতে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছে ভরা দুই শতাধিক ক্যারেট পাওয়া গেছে। মৎস্য কর্মকর্তা আরও জানান, আটককৃত ভারতীয় জেলেদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মাছগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামে বিক্রি করা হবে। আটক জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই নৌবাহিনীর দিগরাজ নৌঘাঁটি থেকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।
ডিবিসি/কেএলডি