আন্তর্জাতিক, আমেরিকা, ভারত

ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার ওপর ভিসা নিষেধাজ্ঞা যু্ক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২০শে মে ২০২৫ ০৮:০৬:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের বিভিন্ন ট্রাভেল সংস্থার এজেন্টদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রসাশন। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ভারত -ভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, যাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনকে সহজতর করার অভিযোগ রয়েছে। তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৯শে মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ভারত-ভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক এবং অন্যান্য কর্মীদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করছে, কারণ তারা বলেছে যে এই এজেন্সিগুলো জেনেশুনে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনকে সহজতর করছে ।


তবে ভিসা বিধিনিষেধের শিকার ব্যক্তিদের নাম বা তারা যে ট্রাভেল এজেন্সিগুলোর প্রতিনিধিত্ব করে তাদের নাম সহ কোনও বিবরণ উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে যে, ভারতে তাদের কনস্যুলার অ্যাফেয়ার্স এবং কূটনৈতিক নিরাপত্তা পরিষেবা মিশনের অংশ হিসেবে অবৈধ অভিবাসন এবং মানব পাচার ও পাচার কার্যক্রমে সহায়তাকারী ব্যক্তিদের চিহ্নিত করেছে। এবং বিদেশি চোরাচালান নেটওয়ার্ক বন্ধ করার জন্য ট্রাভেল এজেন্সিগুলোর প্রতিনিধিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রুস।

 

ডিবিসি/এমএ

আরও পড়ুন