আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে এবং সীমান্ত নিরাপত্তা অটুট রাখতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি উল্লেখ করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ভারত থেকে যাতে কোনো অবৈধ অস্ত্র বা গোলাবারুদ দেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা 'পুশইন'-এর মাধ্যমে কেউ বাংলাদেশে ঢুকে যাতে নির্বাচন বানচাল করতে না পারে, সেদিকেও বিজিবি সতর্ক দৃষ্টি রাখছে।
ডিবিসি/এএমটি