অবৈধ দখলদারদের কারণে সংকীর্ণ হয়ে পড়েছে সাভার ও আশুলিয়ার মহাসড়কগুলো। সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে ওঠা বাজার ও অবৈধ স্থাপনার কারণে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে সড়ক দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রতিনিয়ত বাড়ছে মহাসড়কে ভোগান্তি।
সড়ক ও জনপথের নিষেধাজ্ঞার সাইনবোর্ডের নিচেই দোকান সাজিয়ে অবাধে চলছে বেচা-কেনা। সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মহাসড়কের পাশে এভাবেই গড়ে ওঠেছে বেশ কিছু অস্থায়ী বাজার।
অনেক জায়গায় মহাসড়কের ওপরেই বসছে ভ্রাম্যমাণ বাজার। এছাড়া, বিভিন্ন অংশে সড়ক ও জনপথের জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠেছে ট্রাক-পিকআপ স্ট্যান্ড। বেশ কিছু স্থানে মহাসড়ক দখল করে রয়েছে অবৈধ পার্কিং। গাড়ি চালকরা বলেন, একটা গাড়িও ওভারটেক করা যায় না। অনেক সময় ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। রাস্তার পাশে ফুটপাতে দোকানের কারণে বাড়ছে যানজট।’
ফুটপাত দখল হয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন পথচারীরা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
অভিযোগ রয়েছে এক শ্রেণির অসাধু ব্যাক্তি সড়ক ও জনপথের নামে নিয়ন্ত্রণ করে এসব অবৈধ স্থাপনা। তবে এই অভিযোগ অস্বীকার করেন মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম। তিনি বলেন,‘প্রতিনিয়ত বলা হয়, অভিযান চালালে কিছু সময় পর আবারও দেখা যায় একই চিত্র।’
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহাসড়কগুলো স্থায়ীভাবে দখলমুক্ত করে চলাচলের পথ সুগম করবে এমনটাই দাবি সাভারবাসীর।