চাকরি, ক্যারিয়ার

অভিজ্ঞতা ছাড়াই বেসরকারি সংস্থায় ৪০০ জনের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১০ই ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৩৪:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অভিজ্ঞতা ছাড়া চাকরির সুযোগ দিচ্ছে বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

সংস্থাটি তাদের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্রেডিট অফিসার (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)। পদের সংখ্যা : ৪০০টি। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস।

মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে পারদর্শী হতে হবে। বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের কাজ সম্পর্কে জানাশোনা থাকতে হবে।

কম্পিউটার পরিচালনা করতে পারা। সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। নিজস্ব সাইকেল/মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেল এর ক্ষেত্রে গাড়ীর বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছর।

বেতন ও সুযোগ সুবিধা: শিক্ষানবিশকালে বেতন ২০,০০০ টাক। স্থায়ীকরণের পর বেতন ২২,২৯০ টাকা। আবাসন ভাতা ১,০০০টাকা, মোটরসাইকেল ভাতা ১,০০০ টাকাসহ মোট বেতন ২৪,২৯০।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদন শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও পড়ুন