আ.লীগ কর্মীদের প্রশিক্ষণ

অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০২:৫০:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (১লা আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে, যা বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে, গত ১৭ই জুলাই উক্ত সেনা কর্মকর্তাকে তার ঢাকার উত্তরাস্থ বাসভবন থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।

 

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। পূর্ণ তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এছাড়াও, অভিযুক্ত সেনা কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। সেই তদন্তের সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধে সেনা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলেও আইএসপিআর জানিয়েছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন