আন্তর্জাতিক

অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিলেন ব্রিটিশ এমপিরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ০৭:৩০:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিলেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ এমপি। তবে সবাই চাইলে এটি করতে পারবেন না।

শুক্রবার (২৯শে নভেম্বর) এ নিয়ে একটি বিলের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের


এই বিল নিয়ে যুক্তরাজ্যে কয়েক মাস ধরে বিতর্ক চলে আসছিল। তবে শুক্রবারের ভোটাভুটির মধ্য দিয়ে বিলটি পাসে প্রাথমিক সায় দিলেন এমপিরা। বিলটির পক্ষে ৩৩০ জন এমপি ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ২৭৫ জন।


বিলে বলা আছে, ইংল্যান্ড বা ওয়েলসে বসবাসকারী গুরুতর অসুস্থ কোনো ব্যক্তি ছয় মাস বা এর কম সময় বাঁচবেন বলে যদি চিকিৎসকেরা জানান, আর ওই ব্যক্তি যদি মানসিকভাবে সুস্থ থাকেন, তাহলে তিনি চাইলে চিকিৎসাবিজ্ঞানের সহায়তার সময়ের আগেই মৃত্যুকে বেছে নিতে পারবেন।

 

তবে বিতর্কিত এ বিল এখনো বদলের সুযোগ আছে। এটি আবারও পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স এবং উচ্চকক্ষ হাউস অব লর্ডসে ভোটাভুটির জন্য তোলা হবে। সেখানে বিলটি বাতিলও হতে পারে। এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।

 

পার্লামেন্টে লেবার দলের এমপি কিম লিডবিটার বিলটি প্রস্তাব করেছিলেন। তিনি বিবিসিকে জানান, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। শেষ করতে আরও ছয় মাস সময় প্রয়োজন হতে পারে। বিলটি নিয়ে মানুষের উদ্বেগের বিষয়গুলো সমাধান করতে এ সময় আলোচনা করবেন তিনি। এই আলোচনার জন্য ছয় মাস যথেষ্ট সময়।

 

ডিবিসি/ এসকেবি

আরও পড়ুন