আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়ে স্হানীয়দের তোপের মুখে ভারতীয় তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় প্রকাশ্যে রাস্তার ধারে মলত্যাগ করতে গিয়ে স্থানীয় বাসিন্দার তোপের মুখে পড়েন এক ভারতীয় তরুণ। সেই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি ঘটে প্যারা হিলসের একটি উপশহরের রাস্তায়। ফেসবুকে শেয়ার করা ফুটেজে দেখা যায়, ট্রেন্ট কার্টার নামের এক স্থানীয় বাসিন্দা একটি বাড়ির কাছে এক ব্যক্তিকে উবু হয়ে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে যান। কার্টার তাকে প্রশ্ন করেন, “ভাই, তুমি কী করছো? কী করছো তুমি?”

 

প্রশ্ন শুনে ওই ব্যক্তি দ্রুত তার প্যান্ট টেনে তুলে উত্তর দেন, “আপনি কী বোঝাতে চাইছেন?”

 

উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে কার্টার বলেন, “তুমি কী করছো? এটা অস্ট্রেলিয়া। এখানে মাটিতে পায়খানা করো না, তুমি একটা শূকর।” অভিযুক্ত ব্যক্তি তখন দাবি করেন যে তিনি কেবল প্রস্রাব করছিলেন। কিন্তু কার্টার পাল্টা যুক্তি দিয়ে বলেন, “মাটিতে প্রস্রাব? তোমার কি মাথা খারাপ? তুমি উবু হয়ে বসেছিলে, কেউ ওভাবে প্রস্রাব করে না।”

 

ভিডিওতে কার্টারকে ওই ব্যক্তিকে গালিগালাজ করতে এবং ক্ষোভে তার পায়ের দিকে মাটি ছুঁড়ে মারতে দেখা যায়। ভিডিওটি আপলোড করার সময় তিনি ক্যাপশনে লেখেন, “এটা কি এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে?”

 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ফেসবুকে মন্তব্য করেছেন, “ওকে ওর দেশে ফেরত পাঠিয়ে দিন যেখানে ও এসব কাজ করতে পারবে।” আরেকজন লিখেছেন, “সরাসরি রাস্তায়! এমনকি ঝোপঝাড়ও খুঁজতে পারল না? জঘন্য।” ভিডিওটি দেখে অনেকে হাসিঠাট্টাও করেছেন, কেউ কেউ এটিকে ‘বছরের সেরা ভিডিও’ বলে অভিহিত করেছেন। অন্য একজন মন্তব্য করেছেন, “এরা সম্পূর্ণ নোংরা, এরা সম্মান আশা করে অথচ নিজেরা সম্মানজনক কাজ করে না।”

 

উল্লেখ্য, পুরো অস্ট্রেলিয়াজুড়েই জনসমক্ষে মলমূত্র ত্যাগ করা সাধারণত অবৈধ, যদিও রাজ্য ও অঞ্চলভেদে নির্দিষ্ট অপরাধ এবং শাস্তির বিধান ভিন্ন হয়। বেশিরভাগ এলাকায় এই কাজটিকে ‘জনসাধারণের উপদ্রব’ বা ‘অশ্লীল আচরণ’ আইনের আওতায় আনা হয়।

 

দক্ষিণ অস্ট্রেলিয়ায়, যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেখানে ‘সামারি অফেন্সেস অ্যাক্ট ১৯৫৩’ (Summary Offences Act 1953) অনুযায়ী নির্দিষ্ট টয়লেট এলাকা ছাড়া অন্য কোথাও মলমূত্র ত্যাগ করা অপরাধ। এর জন্য সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে এবং পুলিশ সাধারণত ঘটনাস্থলেই নোটিশ বা জরিমানা ইস্যু করে থাকে। দক্ষিণ অস্ট্রেলিয়া হলো সেই এখতিয়ারগুলোর মধ্যে একটি, যারা তাদের আইনে প্রস্রাব এবং মলত্যাগ উভয় বিষয়ই স্পষ্টভাবে উল্লেখ করেছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন