আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ছে ১০ হাজার হেক্টর জমি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া তীব্র দাবানলে নিউ সাউথ ওয়েলসের প্রায় ১০ হাজার হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওই অঞ্চলের ৫০টিরও বেশি এলাকায় আগুন এখনো সক্রিয় রয়েছে।

 

শনিবার স্থানীয় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়, ফলে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

 

আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও যানবাহন। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শত শত দমকল কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন