আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে ফেসবুকের সমঝোতা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ২০২১ ০৫:২৭:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক। 

গত সপ্তাহে বন্ধ করা অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের পেজগুলো আবারও খুলে দেবে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

এর আগে, গেল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের সংবাদ পাঠ করা ও শেয়ার দেয়ার সুযোগ বন্ধ করে দেয় ফেসবুক।  অর্থের বিনিময়ে অস্ট্রেলীয় গণমাধ্যমের সংবাদ প্রকাশের প্রস্তাবিত আইনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় ফেসবুক।

এ ঘটনার পর আইনটিতে কিছুটা সংশোধনী আনে অস্ট্রেলিয়া সরকার। 

আরও পড়ুন