কর্তব্য পালনকালে এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন লেবাননের ছয় সেনা সদস্য। শনিবার (৯ই আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলে টায়ার অঞ্চলের ওয়াদি জিবকিন এলাকায় একটি অস্ত্রের গুদামের বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ঘটনায় আরও বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন এবং ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (UNIFIL) হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ভেঙে ফেলার জন্য একযোগে কাজ করছে। সম্প্রতি ওই এলাকাতেই জাতিসংঘ শান্তিরক্ষীরা সুরক্ষিত টানেলের একটি বিশাল নেটওয়ার্ক এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আবিষ্কার করেছিল।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম নিহত সেনাদের "জাতীয় দায়িত্ব পালনকারী বীর" হিসেবে আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। UNIFIL প্রধান দিওদাতো আবানিয়ারাও এই ঘটনায় শোক প্রকাশ করে লেবাননের সশস্ত্র বাহিনীকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: আল-জাজিরা
ডিবিসি/এইচএপি