খেলাধুলা, ক্রিকেট

অ্যাডিলেড টেস্ট: ১৮০ রানে গুটিয়ে গেল ভারত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই ডিসেম্বর ২০২৪ ০৪:৩৯:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অ্যাডিলেডে ভারত প্রথম ইনিংসে অলআউট ১৮০ রানে। টেস্টে অন্যতম সেরা দল ভারতকে এমন ধবল ধোলাই করতে মূল ভূমিকা রেখেছেন স্টার্ক। নিয়েছেন ৪৮ রানে ৬ উইকেট। স্টার্কের ৯১ টেস্টের ক্যারিয়ারে এটিই সেরা বোলিং। এত দিন সেরা ছিল ২০১৬ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট।

স্টার্কের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া নীতিশই ভারতের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩ ছক্কা ও ৩ চারে নিয়েছেন ৪২ রান। শেষ দুই উইকেটে ভারত যে ৩৯ রান যোগ করেছে, তাতে ৩২ রানই বাঁহাতি এ ব্যাটসম্যানের।

 

দিনের প্রথম বলেই স্টার্কের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন যশস্বী জয়সোয়াল। যদিও শুবমান গিলকে নিয়ে শুরুর ওই ধাক্কা সামলে নিয়েছিলেন লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেটে গড়েছিলেন পঞ্চাশের বেশি রানের জুটি। রাহুল–গিলের ৬৯ রানের জুটিটি ভাঙে স্টার্কের বলে রাহুলের ক্যাচে। এরপর শুধু একের পর উইকেটই হারিয়েছে ভারত। যার শেষটা দ্বিতীয় সেশনের দিকে। ভারতের অলআউটের সঙ্গে চা বিরতি দেওয়া হয়েছে।

 

সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৪৪.১ ওভারে ১৮০ (নীতিশ ৪২, রাহুল ৩৭, গিল ৩১, অশ্বিন ২২, পন্ত ২১; স্টার্ক ৬/৪৮, কামিন্স ২/৪১, বোলান্ড ২/৫৪)।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন