খেলাধুলা, ফুটবল

অ্যানফিল্ডে জোতার স্মরণ, বড় জয়ে মৌসুম শুরু লিভারপুলের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই আগস্ট ২০২৫ ১০:২১:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অ্যানফিল্ডে মৌসুমের উদ্বোধনী ম্যাচে লিভারপুল মুখোমুখি হয়েছিল বোর্নমাউথের। ম্যাচ শুরুর আগে ক্লাবের প্রয়াত তারকা দিয়োগো জোতাকে স্মরণ করে যে সমর্থকদের চোখ অশ্রুসিক্ত ছিল, ম্যাচ শেষে ৪-২ গোলের দুর্দান্ত জয়ে হয়তো তাদের চোখেই ছিল আনন্দের অশ্রু।

শুক্রবার মধ্যরাতে ম্যাচ শুরুর আগে পুরো স্টেডিয়াম জুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ। লিভারপুলের সমর্থকরা তাদের প্রয়াত তারকা দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা জানান। 

 

জোতার নাম, ছবি এবং তার বিখ্যাত ২০ নম্বর জার্সি সম্বলিত ব্যানার, সাইন, বেলুন এবং স্কার্ফ হাতে নিয়ে সমর্থকরা গ্যালারিতে উপস্থিত হন। যখন পুরো স্টেডিয়াম একসাথে লিভারপুলের বিখ্যাত সঙ্গীত ‘ইউ’ল নেভার ওয়াক অ্যালোন’ গেয়ে ওঠে, তখন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। 

 

টিভি সম্প্রচারে দেখা যায়, গান গাওয়ার সময় অনেক সমর্থকই চোখের জল ধরে রাখতে পারেননি। ক্লাবের মহাতারকা মোহামেদ সালাহকেও এ সময় আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

 

এরপর স্টেডিয়ামের ঘোষক "আমাদের চিরকালের ২০ নম্বর" এবং তার ভাইয়ের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালনের আহ্বান জানান, যারা গত ৩রা জুলাই মৃত্যুবরণ করেন। এ সময় লিভারপুলের খেলোয়াড়রা একে অপরের কাঁধে হাত রেখে পাশাপাশি দাঁড়ান।

 

গ্যালারিতে সমর্থকরা পর্তুগালের পতাকার সবুজ, লাল ও সাদা রঙে একটি বিশাল মোজাইক প্রদর্শন করেন, যেখানে দুই ভাইয়ের নামের আদ্যক্ষর ও জার্সি নম্বর ‘DJ 20’ এবং ‘AS 30’ ফুটিয়ে তোলা হয়।

 

স্টেডিয়ামের বড় পর্দায় দুই ভাইয়ের একটি সাদাকালো ছবি দেখানো হয় এবং নীরবতা পালনকালে অনেক খেলোয়াড়কে মাথা নিচু করে শ্রদ্ধা জানাতে দেখা যায়। এই আবেগঘন শুরুর পর মাঠের লড়াইয়েও জয় দিয়ে মৌসুম শুরু করে লিভারপুল।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন