বাংলাদেশের প্রাচীনতম এবং প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- আইইবি'র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ই মে) বিকেল সাড়ে চারটায় আইইবি সদর দপ্তরের সেমিনার হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আইইবি'র প্রেসিডেন্ট ও রাজউক'র চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) আইইবি'র পক্ষ থেকে দেশের সকল প্রকৌশলী ও পেশাজীবিদের আইইবি'র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে)-এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল সেক্টরে প্রকৌশলীরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সামগ্রিক উন্নয়ন ভাজে প্রকৌশলীরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাই বিশ্বায়নের এ যুগে প্রকৌশল ও প্রযুক্তিগত জনে ব্যতিত দেশের টেকসই উন্নয়ন অসম্ভব বলে আইইবি মনে করে।
দেশের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি উন্নত ও আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংবাদ সম্মেলনে আইইবি'র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান তার লিখিত বক্তয্যে নিম্নোক্ত নারী-নাওয়াসমূহ উপস্থাপন:-
-দেশের প্রকৌশল সংস্থা/কোম্পানীসমূহের কার্যক্রমে সার্বিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রকৌশল সংস্থাসমূহের শীর্ষপদগুলোতে -প্রকৌশলীদের পদায়ন করার দাবী জানান।
-প্রকৌশলীদের পনেন্দ্রতি/পদায়ন নিশ্চিত করার দাবী জানান।
-নিয়ম বহির্ভূত আত্মীকরণ বন্ধ করার দাবী জানান।
-অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদকে গ্রেড-২ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদকে গ্রেড-৩ এ উন্নীতকরণ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতির জন্য নির্বাহী প্রকৌশলী হিসেবে ০৩ বছর চাকুরীর শর্ত প্রবর্তন করার দাবী জানান।
-বেসরকারি প্রকৌশলীদের জন্য চাকুরী বিবি প্রণয়ন করায় দাবী জানান।
-প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর প্রকল্পসমূহে কারিগরি জ্ঞান সম্পন্ন প্রকৌশলী/বাক্তিবর্গকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগের দাবী জানান।
ডিবিসি/এএনটি