ভিডিও

আইএইচআরসি বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট পদে পুনর্নিয়োগ পেলেন হাশেম রাজু

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বুধবার ২রা জুলাই ২০২৫ ০৭:০৩:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের (আইএইচআরসি) বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ পেয়েছেন এম এ হাশেম রাজু। ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ পরিষদের সাবেক সদস্যকে আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৩০শে জুন ডেনমার্কে অবস্থিত আইএইচআরসি'র প্রধান কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ চূড়ান্ত করা হয়।

 

নিয়োগপত্রে মানবাধিকার রক্ষায় এম এ হাশেম রাজুর অসামান্য নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রশংসা করা হয়। এতে বিশেষভাবে উল্লেখ করা হয়, বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং নোবেলজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হুমকিদাতাদের বিরুদ্ধে তার "নির্ভীক আইনি পদক্ষেপ" ন্যায়বিচারের প্রতি তার অটল অঙ্গীকারের প্রতিফলন। আইএইচআরসি'র বিজ্ঞপ্তিতে বলা হয়, "আপনার নির্ভীক আইনি পদক্ষেপ ন্যায়বিচার ও সততার প্রতি আপনার অটল অঙ্গীকারকে প্রতিফলিত করে। বিষয়টি এখন বাংলাদেশের মাননীয় আদালতের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা নীরবতার চেয়ে আইনানুগ প্রতিরোধে আপনার বিশ্বাসের প্রমাণ।"

 

আইএইচআরসি আরও উল্লেখ করে, "এমন সময়ে যখন বিশ্বকে শান্তির জন্য সত্যিকারের কণ্ঠস্বরের প্রয়োজন, আপনার নেতৃত্ব কেবল সময়োপযোগীই নয় বরং গভীরভাবে অর্থবহও। আমরা নিশ্চিত যে আপনার উপস্থিতি বাংলাদেশের প্রতিটি ব্যক্তির অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য আইএইচআরসি’র লক্ষ্যকে আরও জোরদার করবে।"

 

এই পুনর্নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পারফরম্যান্সের ভিত্তিতে মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। এম এ হাশেম রাজুকে পুনর্নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন আইএইচআরসি’র উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, আইএইচআরসি বাংলাদেশ বোর্ডের অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মিজানুর রহমান, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, আইনজ্ঞ এবং মানবাধিকারকর্মীরা।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন