ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকেলে মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম ‘দ্য অ্যারোম্যাটিক্স’ এবং রানার্স-আপ হয়েছে ‘দ্য আল্টিমেট কুইজার’।
আইএসইউর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আব্দুল বাসেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, প্রক্টর নাসির ইকবাল, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জিললুর হক মৃধা, টেক্সটাইল ক্লাবের মডারেটর মো. হাসিবুল হাসান, সাবেক মডারেটর মুসা আলী রেজাসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের কুইজ প্রতিযোগিতা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গিয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। পাশাপাশি সৃজনশীল চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কারিগরি বিষয়ে আনন্দের সঙ্গে জ্ঞান অর্জনের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন তাঁরা। বক্তারা টেক্সটাইল ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন টিম ‘দ্য অ্যারোম্যাটিক্স’-এর সদস্যরা হলেন তামান্না ইসলাম বাঁধন, সুমাইয়া আক্তার ও শাহরিয়ার হোসেন। অন্যদিকে রানার্স-আপ টিম ‘দ্য আল্টিমেট কুইজার’-এর সদস্যরা হলেন মুজাহিদ মজুমদার, ইফফাত আলম চৌধুরী (বাঁধন) ও আল নোমান সরকার।
ডিবিসি/আরএসএল