আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এই প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য অবস্থান করছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি প্রচারণা শুরু হয়। প্রচারণার প্রথম দিনেই মিরপুর-১০ নম্বরে নির্বাচনি জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি ঐক্য জোট।
এই জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই ওই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। জনসমাগম ও প্রচারণাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ডিবিসি/এনএসএফ