খেলাধুলা, ক্রিকেট

পার্পল ক্যাপ কেন দেওয়া হয়?

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে মার্চ ২০২৪ ০৯:৫৬:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আইপিএলের ১৭তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এর পরে আর কেউ সেটিকে টপকাতে পারেননি। ফলে পার্পল বা বেগুনি ক্যাপ দ্য ফিজের আয়ত্ত্বে এসেছে। জেনে নিন পার্পল ক্যাপ কেন দেওয়া হয়।

বোলাররা চিরদিনই ক্রিকেটের অলিখিত নিয়মে একটু যেন কম ভালোবাসা পান৷ ভালো বোলিং জনপ্রিয়, কিন্তু ভালো ব্যাটাররা আরও বেশি জনপ্রিয় হন৷ এটা শুধু ভারত নয়, বিশ্বজুড়েই এই ট্রেন্ড৷ কিন্তু আইপিএলে বোলারদের কুর্নিশ করার জন্য বিশেষ সম্মান দেওয়া হয়৷ পার্পল ক্যাপ দেওয়া হয় সর্বোচ্চ উইকেট পাওয়া বোলারদের৷ আইপিএলের প্রতি ম্যাচে সর্বোচ্চ উইকেট যিনি পান, পার্পল ক্যাপ বা বেগুনি টুপি তিনি পেয়ে  থাকেন৷

২০০৮ মৌসুমে আইপিএলে প্রথমবার পার্পল ক্যাপ পেয়েছিলেন সোহেল তানভির৷ তিনি ১১ ম্যাচে ২২ উইকেট পেয়েছিলেন৷ এক মৌসুমে আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের কৃতিত্ব রয়েছে ডোয়াইন ব্র্যাভো এবং হর্ষল প্যাটেলের৷ ব্র্যাভো আইপিএলের এক মৌসুমে ৩২ উইকেট পেয়েছিলেন ২০১৫ মৌসুমে৷ অন্যদিকে, হর্ষল প্যাটেলের শিকারও ছিল ৩২৷ এই কৃতিত্ব তিনি অর্জন করেছিলেন ২০২১এ৷
 

 

চলতি আইপিএলে অংশ নেওয়া ১০ দলের সকলেই একটি করে ম্যাচ খেলেছে। সব দল ম্যাচ খেলায় এখন প্রকাশ্যে এসেছে আইপিএলের অরেঞ্জ ও পার্পল ক্যাপের তালিকা। টুর্নামেন্টটিতে খেলাকালীন বেশি উইকেট শিকারির মাথায় পার্পল ক্যাপ দেওয়া হয়। সে হিসেবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে একটি ক্যাপ পেয়েছেন। সোমবার (২৫ মার্চ) রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচে কেউ উইকেট নিয়ে মুস্তাফিজকে টপকাতে পারলে পার্পল ক্যাপ তার দখলে যাবে, নাহলে পরের ম্যাচে ব্যতিক্রমী এই ক্যাপ পরে মাঠে নামবেন কাটার মাস্টার।

এখন আসি অরেঞ্জ ক্যাপের বিষয়ে। আইপিএলে বেশি রান সংগ্রাহকের মাথায় অরেঞ্জ ক্যাপ ওঠে। একটি করে ম্যাচ শেষে রানের দিক থেকে সবার চেয়ে এগিয়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন। ৮২ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের করে নিয়েছেন তিনি। পরবর্তী ম্যাচে কেউ এই রান টপকাতে পারলে অরেঞ্জ ক্যাপটি চলে যাবে তার দখলে।
 

 

আইপিএলে এই দু’টি ক্যাপের প্রচলন রাখা হয়েছে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহককে বিশেষভাবে সামনে তুলে ধরার জন্য। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যারা এই ক্যাপ দু’টি দখলে রাখতে পারবেন, তাদের হাতে উঠবে পদক ও প্রাইজমানি।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন