আইসিসির সহযোগী দেশগুলোর কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৯ দলের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি হারের বিব্রতকর রেকর্ড গড়লো বাংলাদেশ। সহযোগী দেশগুলোর কাছে ৮ বার হেরেছে টাইগাররা। এর থেকে বেশি ম্যাচ হারেনি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা আর কোনো দল।
বাংলাদেশের আন্তর্জাতিক টি টোয়েন্টির পথচলা শুরু হয় ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রায় ১৯ বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি আঙিনায় সময় কাটানোর পরও এই ফরম্যাটে এখনও নিজেদের হারিয়ে খুজছে টাইগাররা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোতো বটেই, সহযোগী দেশগুলোর কাছেও হারের মুখ দেখছে লাল সবুজের প্রতিনিধিরা।
এবার ক্রিকেটের শর্টার ফরম্যাটে আরও একটি বিব্রতকর রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা দেশগুলোর মধ্যে আইসিসির সহযোগী দেশগুলোর কাছে সবচেয়ে বেশি টি টোয়েন্টি হেরেছে টাইগাররা। পরিসংখ্যান বলছে, হংকং, স্কটল্যান্ডদের মতো সহযোগী দেশগুলোর কাছে ৮ ম্যাচ হেরেছে বাংলাদেশ।
শুরুটা হয়েছিল আয়ারল্যান্ডের কাছে ২০০৯ সালে হার দিয়ে। তখনও টেস্ট স্ট্যাটাস পায়নি আইরিশরা। এরপর থেকে হংকং, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এমনকি যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের কাছেও হেরেছে টাইগাররা। এত ম্যাচ হারেনি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা আর কোনো দল।
এত বছর টি টোয়েন্টি খেলেও যেন খেলাটা শিখতে পারেনি টাইগাররা। যদিও সাম্প্রতিক সময়ে শর্টার ফরম্যাটে চমক দেখাচ্ছে সহযোগী দেশগুলো। তবে বাংলাদেশকে পেলে যেন তাদের জয়ের সম্ভাবনাটা এক প্রকার বেড়েই যায়। যার প্রমাণ মিলেছে বাংলাদেশের এই লজ্জাজনক রেকর্ডে।
সবশেষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ২০৬ রানের বড় লক্ষ্য দেয়ার পরও জিততে পারেনি বাংলাদেশ। বাজ়ে বোলিং ও ফিল্ডিংয়ের পসরা সাজিয়ে জেতা ম্যাচ হেরেছে লিটনের দল।
টি টোয়েন্টিতে টাইগারদের এমন দৈন্যদশা কবে কাটবে কিংবা আদৌ কাটবে কি না সেই প্রশ্ন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
ডিবিসি/নাসিফ