ক্রিকেট

আইসিসি টি-২০ বিশ্বকাপের ভেন্যু ইউএই'র সাথে ওমানও

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে জুন ২০২১ ০২:১৩:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব-আমিরাতের সাথে ওমানও নিশ্চিত করেছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাদের সবশেষ বোর্ড সভায়, বিকল্প ভেন্যু হিসেবে ওমানের কথা জানায়। চূড়ান্ত সিদ্ধান্তে প্রথমবার বৈশ্বিক আসরের ভেন্যু হচ্ছে ওমান।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক ভারতের নতুন ভেন্যু সংযুক্ত আরব-আমিরাত ও ওমান। বিশ্ব-ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি জানিয়ে দিয়েছে দুই দেশের চার ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম; আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। 

একদিন আগেই বিসিসিআই জানিয়ে দেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয় ভারতে। করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত বৈশ্বিক কোন টুর্নামেন্ট নিয়ে ঝুঁকি নিতে চায় না বলেই ভেন্যু সরিয়ে নেয়ার কথা আইসিসিকে জানিয়ে দেয় বিসিসিআই। 

ষোলো দলের চার-ছক্কার লড়াই, র‌্যাংকিং সেরা আট দল খেলবে সরাসরি। বাকি আট দলের লড়াই সেরা চার দল যোগ হবে সেরা আট দলের সাথে; শিরোপা লড়াই বারো দলের। 

আইসিসির সবশেষ বোর্ড সভায় টি-২০ বিশ্বকাপ ভারতে আয়োজন সম্ভব কিনা সে সিদ্ধান্ত জানাতে একমাস সময় চেয়েছিল বিসিসিআই। ২৮ জুন সিদ্ধান্ত জানানোর শেষ দিনে নিজেদের অপারগতার কথা আইসিসিকে অফিসিয়ালি জানিয়ে দেয় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ।

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নয়ে থাকা বাংলাদেশ দল। প্রথম রাউন্ডে লড়বে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও ওমান। সরাসরি খেলা সেরা আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও ভারত। 

১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর।

আরও পড়ুন