আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জাতীয় দলের ৩ নারী ক্রিকেটারের। ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষ দশে আছেন স্পিনার নাহিদা আক্তার, ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শারমিন আক্তার ও রিতু মনি।
সোমবার (২১শে এপ্রিল) আইসিসির হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে শারমিন আক্তার সুপ্তা এখন অবস্থান করছেন ২১ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৫।
ওপরদিকে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে দশ নম্বরে রয়েছেন নাহিদা আক্তার। দারুণ পারফরম্যান্সে আইসিসি প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিলেন নাহিদা আক্তার। ২০২৫ নারী বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করার পর এই পুরষ্কার পেলেন নাহিদা-শারমিনরা।
ডিবিসি/অমিত