বাংলাদেশ, রাজনীতি

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই মে ২০২৫ ০৮:০৭:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনও বিক্ষোভ চলছে।

বৃহস্পতিবার(৮ই মে) রাত ১০টা থেকে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। তারা বলছেন, দাবি মেনে না নিলে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির মতো আরেকটি এক দফার ডাক দেয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধে তৈরি করা হচ্ছে জুলাই বিপ্লব মঞ্চ।


জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ই মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের অবস্থান নেন। যোগ দেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতা। গণঅভ্যুত্থানের ৯ মাস পরও আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তবর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হলে আবারও এক দফা ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা। এনসিপির নেতারা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাই বিপ্লব মঞ্চ তৈরি করার কাজ চলছে।

 

এদিকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। 


ডিবিসি/নাসিফ

আরও পড়ুন