রাজনীতি, রাজধানী

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বাংলাদেশ ফিলিস্তিন হবে: ওলামা লীগ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই অক্টোবর ২০২৩ ১০:৩৭:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বাংলাদেশ ফিলিস্তিনের মতো হবে। আজকে ফিলিস্তিনের মতো আপনাদের যেমন আফসোস হচ্ছে, যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে আসেন তাহলে বাংলাদেশ ফিলিস্তিনের মতো হবে।

শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে ফিলিস্তিন-ইসরাইল হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, আমরা বাংলার মুসলমানদের আহ্বান জানাই। আমরা বাংলাদেশকে ফিলিস্তিন করবো না। আমরা বাংলাদেশকে ইসরাইলের মতো সুযোগ করে দেবো না। আমরা আগামী  জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীকে নৌকা মার্কায় বিজয়ী করে দেখিয়ে দিবো। বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশের হেফাজত একমাত্র আওয়ামী লীগের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাতদেশকে হেফাজত করবো।


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন