আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে আজ সারা দেশে গণজমায়েত কর্মসূচি ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে হবে মূল আয়োজন।
এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় শনিবার সকাল থেকেই শাহবাগ মোড়ে হেফাজতে ইসলামের কিছু কর্মী ও সাধারণ মানুষ অবস্থান নিয়েছে। শাহবাগ মোড়ে সকল যান চলাচল বন্ধ রয়েছে।
তবে অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ । বেলা বাড়ার সাথে সাথে শাহবাগে আন্দোলনকারীদের সংখ্যা বাড়বে বলছেন আন্দোলনকারীরা।
ডিবিসি/নাসিফ