বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় আন্দোলনকারীদের উল্লাস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১১ই মে ২০২৫ ০৯:৪১:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় উল্লাস করেছে আন্দোলনকারীরা। রাজপথ থেকে ঘোষণা দেয়া হয়েছে প্রজ্ঞাপন জারি হলে করা হবে আনন্দ মিছিল। এ ঘটনায় শুকরিয়া আদায় করেছে জামায়াতে ইসলামী।

উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসার পর উল্লাসে মেতে ওঠে আন্দোলনকারীরা। শুরু হয় বিজয় মিছিল। যমুনা ঘেরাওয়ের কার্যক্রম শেষে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সরকারকে ধন্যবাদ জানালেও দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি অপরাধীদের বিচারের দাবী জানান তারা।

 

এদিকে রাত সাড়ে ১২টার দিকে মগবাজার চৌরাস্তায় জামায়াতের শোকরানা সমাবেশে অংশ নেন দলটির আমীর। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে। 


এসময় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য সরকারের নেয়া ৩০ কর্মদিবসকে তীক্ষ্ম পর্যবেক্ষণে রাখার কথা বলেন। সেইসাথে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিলের ঘোষণাও দেন তিনি।

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন