খেলাধুলা, ক্রিকেট

আকবরের সেঞ্চুরির পরও ১০ রানে হারল বাংলাদেশ ইমার্জিং দল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৪ই মে ২০২৫ ০৮:৪৫:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ১০ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দেয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

প্রথম ম্যাচের মত রাজশাহীতে দ্বিতীয় ম্যাচটা নিজেদের করতে পারলো না স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে এই ম্যাচেও জিশান, রাফসানদের বড় টার্গেট দেয় প্রোটিয়ারা। ৩৩৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানী করলেও মাত্র ১০ রান করে আউট হন মফিজুল ইসলাম রবিন।  

 

এরপর অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার জিশান। তবে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন আকবর আলি। ১১০ বলে ১৩১ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেছেন তিনি। কিন্তু আকবর ২৯১ রানে আউট হলে উইকেট আগলে রাখতে পারেননি আর কেউ। ৩২২ রানে অলআউট হয়ে যায় দল। 

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন