অপো বাংলাদেশ তাদের নতুন স্মার্টফোন অপো রেনো১৫ এফ ফাইভজি বাজারে এনেছে। আধুনিক ডিজাইন ও উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে এই ফোনটি ব্যবহারকারীদের দৈনন্দিন মুহূর্তকে আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে ধারণ করার সুযোগ দেবে।
অপো রেনো১৫ এফ ফাইভজির মূল আকর্ষণ হলো এর ক্যামেরা সিস্টেম, যা মূলত ‘লাইভ ওয়াইড’ স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছে। এতে রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’, যা ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ০.৬x আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়ে পরিচালিত। এটি ছবিতে চেহারাকে স্বাভাবিকভাবে সুন্দর রাখার পাশাপাশি, চারপাশের পরিবেশকে আরও বেশি করে ফ্রেমে ধারণ করে। এর আল্ট্রা-ওয়াইড লেন্স ছবিতে গভীরতা ও প্রাণশক্তি যোগ করে, যা সেলফি ও গ্রুপ শটগুলোকে করে তোলে আরও আকর্ষণীয় এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার উপযোগী।
সেলফির বাইরে অপো রেনো১৫ এফ-এ রয়েছে ৩.৫x টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা গভীরতা ও সিনেমাটিক ফিচারসহ পোর্ট্রেট তুলতে সক্ষম। পাশাপাশি, এতে এআই পোর্ট্রেট গ্লো ফিচারের মাধ্যমে যেকোনো আলোতে মুখের ডিটেইলস আরও নিখুঁত হয়ে ওঠে। ভিডিও নির্মাতাদের জন্য এতে রয়েছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা, যা হাঁটাচলার সময়ও অত্যন্ত স্থিতিশীল এবং প্রাণবন্ত ভিডিও নিশ্চিত করে।
ফোনটি যুক্ত করা হয়েছে আন্ডারওয়াটার আইপি৬৯ প্রোটেকশন, যা স্মার্টফোনটিকে পানি ও ধুলাবালির বিরুদ্ধে উচ্চমাত্রার সুরক্ষা দেয়। এই ফিচারের মাধ্যমে ডিভাইসটি পানির নিচেও নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা সম্ভব, ফলে ব্যবহারকারীরা পানির কাছাকাছি বা ভেজা পরিবেশেও নিশ্চিন্তে ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন।
আইপি৬৯ রেটিং থাকার কারণে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি কেবল স্প্ল্যাশ নয়, বরং উচ্চচাপের পানির ধারা ও কঠিন পরিবেশেও কার্যকর পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম। এতে আউটডোর অ্যাক্টিভিটি, ভ্রমণ কিংবা প্রতিদিনের ব্যবহারে ফোনটির টেকসই দিক আরও জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর “ড্যান্সিং অরোরা” ডিজাইন। ফোনের ব্যাক প্যানেলে আলো পড়লে রঙের সূক্ষ্ম নড়াচড়া ও প্রতিফলনের মাধ্যমে ভিন্ন ভিন্ন শেড ফুটে ওঠে, যা ডিভাইসটিকে দেয় একটি প্রিমিয়াম ও গতিশীল লুক।
এই ডিজাইন কনসেপ্টটি নর্দার্ন লাইট বা অরোরার প্রাকৃতিক আলোর প্রবাহ থেকে অনুপ্রাণিত, যেখানে আলো ও রঙের মেলবন্ধন প্রতিটি কোণ থেকে ফোনটিকে আলাদা ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। ফলে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, নান্দনিকতার দিক থেকেও স্মার্টফোন ব্যবহারকারীদের আকর্ষণ করবে।
অপো রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা ব্লু ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৫৪,৯৯০ টাকা মাত্র।
https://www.facebook.com/reel/2355869494886629
ডিবিসি/এনএসএফ