সামনে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সকালে কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় তিনি আরো বলেন, তারা এমন একটা সংসদ চান যেখানে আর প্রশংসার স্তুতিবাক্য প্রচলন হবে না। সংসদ সদস্যরা জনগণ ও দেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলবেন। সেই সংসদে বিরোধিতা থাকবে। কোন রকম সন্ত্রাসীদের জায়গা হবে না বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির বাক বদলে দেবে। গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাজ করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
ডিবিসি/পিআরএএন