বাংলাদেশ, অর্থনীতি

আগামী অর্থবছরে কমছে বাজেটের আকার, বাড়ছে রাজস্ব লক্ষ্যমাত্রা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৮শে মে ২০২৫ ১০:২৬:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার কমার বিপরীতে বেশি করে রাজস্ব আহরণের পরিকল্পনা করা হয়েছে। তবে চলতি অর্থবছরের ১০ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় পৌনে একলাখ কোটি টাকা রাজস্ব আহরণ কম করতে পেরেছে এনবিআর।

এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিকসহ নানা অনিশ্চয়তায় রাজস্ব আহরণ কম হচ্ছে। তার মধ্যে আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা অবাস্তব পরিকল্পনা।

 

আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২রা জুন অর্থ উপদেষ্টা বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ। যে বাজেট প্রস্তাব করবেন, তার আকার চলতি অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। বাজেটের আকার কমানো হলেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হচ্ছে।


২০২৫-২৬ অর্থবছরের বাজেটের সাম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।  

 

এদিকে, গত ১০ মাসে এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় ৭১ হাজার কোটি টাকা ঘাটতি দাড়িয়েঁছে। এমন বাস্তবতায় আগামী বাজেটে সংস্থাটির জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের তুলনায় ৩৮ হাজার কোটি টাকা বেশি। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। আগামী বাজেটে প্রস্তাবিত রাজস্ব লক্ষ্যমাত্রা এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা।


গবেষকরা বলছেন, বাজেটের আকার কমানোর পরিকল্পনা বাস্তবসম্মত হলেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন বাড়িয়ে ধরার পরিকল্পনা পরিবর্তন করতে হবে। তবে বাজেটে এই রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রক্রিয়ার সমালোচনা করে গবেষকরা মানুষের কর দেয়ার বিপরীতে নাগরিক সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।


রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে বিনিয়োগ, বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টি অনেকটাই দূরহ। এমন পরিস্থিতিতে কর হার না বাড়িয়ে আওতা বাড়ানো, রাজস্ব সংস্কারের বাস্তবায়ন, দুর্নীতি কমানোর ওপর জোর দিয়েছেন গবেষকরা।

 

জানা গেছে, প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ ভ্যাট হার বাসানো, ব্যাপক হারে কর ছাড় কমানো এবং সংস্কারের ওপর জোর দেয়া হবে।

 

ডিবিসি/ এনএনএফ  

আরও পড়ুন