বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, আগামী নির্বাচনকে ঘিরে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে দলটির মহাসচিবও বক্তব্য রাখেন। তিনি বলেন, একটি মহল বিভিন্নভাবে আসন্ন নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডিবিসি/আরএসএল