বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নারী সমাজকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩১শে জুলাই) রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন হওয়া দরকার, তেমন একটি দেশ গড়তে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনও রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রে নারীরা অনেকাংশে পিছিয়ে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, নারীদের যথাযথ শিক্ষাদান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে তা পারিবারিক সহিংসতা রোধে সহায়ক হবে।
আলোচনা সভায় তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লক্ষ প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যা নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের একটি অংশ। তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ডিবিসি/এএমটি