বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ: জোনায়েদ সাকি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই জুলাই ২০২৫ ০৮:৪৮:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাইয়ের শহিদেরা সারা দেশের মানুষকে এক সুতায় গেঁথেছিল। আবু সাঈদ বুকে গুলি নিয়ে সারাদেশে যে দাবানল সৃষ্টি করেছিলো, সেই দাবানলকে আমরা যদি বুকে ধারণ করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

শুক্রবার (১৮ই জুলাই) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাইয়ের আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা লক্ষ্যে সমাবেশ ও শহিদি মার্চ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

 

তিনি আরও বলেন, পূর্বে আমরা দেখেছি মুষ্টিমেয় লোক ক্ষমতাকে কাজে লাগিয়ে ধন-সম্পদ আহরণ করে। এখনো আমরা দেখছি ক্ষমতাকে ব্যবহার করে কেউ কেউ দখলদারিত্ব চালাচ্ছে। কেউ চাঁদাবাজি প্রকাশ্যে করে, কেউ গোপনে ধন-সম্পদ আহরণ করে। ক্ষমতা ব্যবহার করে যে দেশে ধন-সম্পদ আহরণ করা যায় সে দেশের কোন উন্নতি হয় না। জুলাই পরিষ্কার করে বলছে, এদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার দেশ, জনগণের মর্যাদা প্রতিষ্ঠার দেশ। তাই, এই দেশে ক্ষমতাকে ব্যবহার করে যে ধন-সম্পদ আহরণের প্রচেষ্টা করবে, তাদেরকেই প্রতিহত করতে হবে। 

 

 

সভাপতির বক্তব্যে তরিকুল সুজন বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী শাসনামলে সংগঠিত সকল গুম, খুন, লুটপাটসহ অবর্ণনীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অপ্রতিরোধ্য জীবনপণ লড়াই হয়েছে। ছাত্র-জনতার এই জুলাই গণঅভ্যুত্থানে দলগতভাবে গণসংহতি আন্দোলন তার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়েছে। তাই, শহিদ-আহতদের যথাযথ মর্যাদার সাথে স্মরণ এবং অভ্যুত্থানের আকাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ।

 

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা, দলের সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, ফতুল্লা থানার যুগ্ম আহবায়ক আব্দুল আল মামুন।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন