আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করায় তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে না।
বুধবার (২৪শে ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে সরকার সব ধরনের সহযোগিতা করছে।
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে শিক্ষা, গ্রামীণ উন্নয়ন ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে নতুন বাজেট প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে।
ডিবিসি/এএমটি