বাংলাদেশ, আন্তর্জাতিক

আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৭ই জানুয়ারী ২০২৬ ০২:৫৬:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ১৪ বছরের বিরতি শেষে আবারও ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে এই রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, প্রাথমিক পর্যায়ে ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত সপ্তাহে দুইদিন পরীক্ষামূলকভাবে ঢাকা-করাচি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এই পরীক্ষামূলক সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করেই পরবর্তীতে নিয়মিত ফ্লাইট পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

উল্লেখ্য, ২০১২ সালের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ পুনর্স্থাপিত হতে যাচ্ছে। ইতোমধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। একইসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পাকিস্তানের নির্ধারিত আকাশপথ বা করিডোর ব্যবহারের অনুমতিও প্রদান করা হয়েছে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই রুটটি পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি যাতায়াতের ব্যবস্থা না থাকায় যাত্রীরা দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন