ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম। তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর দাবি জানিয়েছেন। সোমবার (১৫ই ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি তুলে ধরেন।
ডাকসু ভিপি স্পষ্ট ভাষায় বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের যেসব সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি রয়েছে, তাদের জবাবদিহিতার আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে এবং জুলাইয়ের বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেসব ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে বয়কটের আহ্বানও জানান তিনি। এসব পদক্ষেপ অবিলম্বে দৃশ্যমান করার তাগিদ দেন সাদিক কায়েম।
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তারে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে এবং সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের আর কোনো অবহেলা সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করে দেন।
ভারতীয় আধিপত্যবাদ ও কূটনৈতিক সম্পর্কের বিষয়েও তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। সাদিক কায়েম বলেন, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে এবং অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। সবশেষে তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, এই দাবিগুলো অবিলম্বে মানা না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
ডিবিসি/পিআরএএন