বাংলাদেশ, রাজধানী

আজও সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের অধ্যাদেশ চূড়ান্ত করার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে মিরপুর রোডসহ আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

 

পূর্ব ঘোষণা অনুযায়ী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে সায়েন্সল্যাব, নীলক্ষেত ও এলিফ্যান্ট রোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের অনেককেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।

 

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, সাতটি কলেজকে নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের ঘোষণা আগেই এলেও এখন পর্যন্ত এর খসড়া অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। তাদের এক দফা দাবি হলো- প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের হালনাগাদকৃত খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারি করা।

 

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, নানা অজুহাতে অধ্যাদেশ জারির প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। তারা বলেন, "আমাদের মূল দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ। কিন্তু নানা টালবাহানা করে এই প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।"

 

বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি আদায়ের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন