রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ১২টি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্যের পর ‘জুলাই সনদ-২০২৫’ আজই চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। সনদের একটি খসড়া ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে এবং দলগুলো দ্রুতই এ বিষয়ে তাদের মতামত জানাবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রীয়াজ।
বুধবার (৩০শে জুলাই) রাজনৈতিক দলগুলোকে এই খসড়া হস্তান্তর করা হয়। যে ১২টি মৌলিক সংস্কার প্রস্তাবে দলগুলো একমত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- এক ব্যক্তির প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর থাকা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের বৈঠকে বসবে কমিশন। ডক্টর আলী রীয়াজের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ৩রা জুন থেকে ২০টি মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেছিল জাতীয় ঐকমত্য কমিশন।
ডিবিসি/আরএসএল