ধর্ম, ইসলাম

আজকের সেহরি, ইফতার ও নামাজের সময়সূচি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ ০৬:৩৬:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বছর ঘুরে আবারও রমজান মাস চলে এল আমাদের সামনে। রমজান মাসে সেহরি, ইফতার ও নামাজের সময়সূচি জেনে নেয়া গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এই সময়সূচি পরিবর্তিত হয়। এখান থেকে আজকের সেহরি, ইফতার ও নামাজের সময়সূচি সহজেই জেনে নিতে পারবেন।

আজ শুক্রবার, ২৪শে মার্চ ২০২৩ ইংরেজি; ১০ চৈত্র ১৪২৯ বাংলা, ১ রমজান ১৪৪৪ হিজরি।

 

আজকের সেহরির শেষ সময় ৪:৩৯ পূর্বাহ্ণ

আজকের ইফতারের সময় ৬:১৪ অপরাহ্ন

 

 

 

আগামীকালের (২৫ মার্চ) সেহরির শেষ সময় ৪:৩৮ পূর্বাহ্ণ

 

বিশেষ দ্রষ্টব্য: সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সুতরাং, সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দেবে।

ফজর - ভোর ০৪:৪৪
 
জুমা - দুপুর ১২:০৬
 
আছর - বিকাল ০৩:৩২
 
মাগরিব - সন্ধ্যা ০৬:১৪
 
ইশা - রাত ০৭:২৮

 

 

আজ সূর্যাস্ত- ৬:১৪ মিনিট।

আজ সূর্যোদয়- ৫:৫৮ মিনিট।

আগামীকালের (২৫ মার্চ) সূর্যোদয়: ৫:৫৭ মিনিট।

 

 

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হল-

 

যোগ করতে হবে-


> খুলনা: +০৩ মিনিট

> রাজশাহী: +০৭ মিনিট

> রংপুর: +০৮ মিনিট

> বরিশাল: +০১ মিনিট

 

বিয়োগ করতে হবে-


> চট্টগ্রাম: -০৫ মিনিট

> সিলেট: -০৬ মিনিট

 

তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন

আরও পড়ুন