রাতের আকাশে আজ দেখা মিলবে চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমা চাঁদ যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় 'সুপারমুন' নামে পরিচিত। এই মহাজাগতিক ঘটনাটি ২০২৫ সালের টানা তিনটি সুপারমুনের মধ্যে দ্বিতীয়।
আজই কেন সবচেয়ে বড়?
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত সংবাদমাধ্যম অনুযায়ী, চাঁদ আজ ৫টা ৩০ মিনিটে (ইএসটি) অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটে (৬ নভেম্বর ভোর রাতে) পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, যার দূরত্ব থাকবে প্রায় ২,২১,৭২৬ মাইল। এই নিকটতম বিন্দুর মাত্র ৯ ঘণ্টা ১১ মিনিট আগেই চাঁদ পুরোপুরি পূর্ণিমা লাভ করবে।
যদিও চাঁদ তাত্ত্বিকভাবে পূর্ণিমা লাভ করে শুধু একটি নির্দিষ্ট মুহূর্তে, তবে সাধারণ পর্যবেক্ষণে এই সামান্য পার্থক্য খালি চোখে ধরা পড়ে না। এর ফলে, আজকের রাতটিই এই সুপারমুনের সবচেয়ে কাছাকাছি অবস্থান এবং সবচেয়ে বেশি উজ্জ্বলতার মুহূর্ত হবে।
বাংলাদেশে কখন দেখা যাবে?
বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে, এই সুপারমুনটির পূর্ণতা লাভের মুহূর্ত হলো আজ, ৫ নভেম্বর, সন্ধ্যা ৭টা ১৯ মিনিট। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে পূর্ব দিগন্তে চাঁদ যখন উদিত হবে, তখনই এটি সবচেয়ে বড় দেখাবে।
চাঁদ দিগন্তের কাছাকাছি থাকার সময় আশেপাশের বস্তু, গাছপালা বা ভবনের তুলনায় এটিকে অনেক বড় দেখায়। এই দৃষ্টিভ্রমের কারণে আজ সন্ধ্যায় চাঁদকে আরও বেশি দর্শনীয় মনে হবে।
আকার ও উজ্জ্বলতা কি সত্যি অনেক বেশি?
সংবাদ মাধ্যমে 'সুপারমুন'কে বিশেষ ঘটনা হিসেবে দেখানো হলেও, এর আকার ও উজ্জ্বলতার বৃদ্ধি সম্পর্কে মিশ্র মত রয়েছে,যদিও এটি বছরের সবচেয়ে বড় পূর্ণিমা, তবে সাধারণ পূর্ণিমার তুলনায় এর আকার বৃদ্ধি (প্রায় ৭%) অধিকাংশ দর্শকের কাছে খুব সহজে দৃশ্যমান হয় না। চাঁদকে প্রায় ১৬% বেশি উজ্জ্বল দেখানোর কথা বলা হলেও, এটি চোখে পড়ার মতো বিশাল পরিবর্তন নয়।
তবে জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ চাঁদ এই বছর পৃথিবীর এত কাছে আর আসবে না। এটি পর্যবেক্ষকদের জন্য আকাশ দেখার একটি সুন্দর সুযোগ।
আকাশ পরিষ্কার থাকলে আজ বুধবার সন্ধ্যায় এবং রাতে বাংলাদেশের সব জায়গা থেকেই এই উজ্জ্বল সুপারমুনটি উপভোগ করা যাবে।
তথ্যসূত্র স্পেস্
ডিবিসি/এমইউএ