খেলাধুলা

আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৬ই এপ্রিল ২০২০ ০৭:২২:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ২০১৪ সাল থেকে সাড়া বিশ্বে অনাড়ম্বরভাবে দিবসটি পালিত হলেও এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন।

করোনাভাইরাসের মহামারিতে স্তব্ধ পুরো বিশ্ব। দুই একটা দেশ ছাড়া সবধরনের খেলাধূলা বন্ধ গোটা দুনিয়ায়। তাই এবারের আন্তর্জাতিক ক্রীড়া দিবসে নেই কোন কর্মসূচি।

২০১৭ থেকে বাংলাদেশেও প্রতিবছর পালিত হয় দিবসটি। তবে এবার কোন ধরনের খেলা কিংবা র‌্যালির আয়োজন করেনি অলিম্পিক অ্যাসোসিয়েশন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবে ২০১৩ সালে ৬ এপ্রিলকে ‘আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ ঘোষণা করে জাতিসংঘ। ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো এ দিবসটি উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন