বাংলাদেশ, অর্থনীতি, রাজধানী

আজ থেকে ব্যাংকে নতুন সময়সূচিতে লেনদেন

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

রবিবার ৩রা এপ্রিল ২০২২ ০৪:২৩:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

রমজান মাসে দেশের সব ব্যাংক-কোম্পানির অফিস ও লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে এবং নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে জানিয়েছে, রবিবার (৩রা এপ্রিল) থেকে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত করা যাবে। তবে, ব্যাংক খোলা থাকবে সাড়ে ৪টা পর্যন্ত। এছাড়া নতুন নির্দেশনা অনুযায়ী, জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। এ ছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এ ছাড়া অন্য একটি নির্দেশনায় বলা হয়েছে, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। রমজান মাস শেষ হওয়ার পর আর্থিক প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি আগের মতো চলবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরও পড়ুন