নির্বাচনি জনসভায় যোগ দিতে আজ শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনি সফরের অংশ হিসেবে তিনি সেখানে যাচ্ছেন।
দুপুর দুইটায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এ সময় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দিবেন বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই ঢাকা–রংপুর মহাসড়কের শাহাজাহানপুর এলাকায় দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এর আগে রংপুরের নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, একমাত্র বিএনপিই দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে পারে।
তিনি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানান। তিনি স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ডিবিসি/টিবিএ