'জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ' অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশন আজ সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ডিএমটিসিএল জানিয়েছে, অনুষ্ঠান উপলক্ষে ঢাবি এলাকায় বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। স্টেশনে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ' অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি বন্ধ রাখার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র আজকের দিনের জন্য প্রযোজ্য।
ডিবিসি/এমইউএ