বাংলাদেশ, জাতীয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৩রা মে ২০২৫ ০৯:১৯:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। কিন্তু বাংলাদেশে মুক্তভাবে সাংবাদিকতা করার পরিবেশ কতটুকু আছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। গণমাধ্যম স্বাধীনতা সূচকে সামান্য এগুলেও, বাংলাদেশের সাংবাদিকতার পরিস্থিতিকে গুরুতর বলছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। সাংবাদিকরা বলছেন, প্রভাবশালীদের কর্তৃত্ব যতদিন থাকবে, ততদিন মুক্ত হবে না গণমাধ্যম।

রাজনৈতিক সংঘাত কিংবা প্রাকৃতিক দুর্যোগ; যুদ্ধ কিংবা শান্তির বার্তা পৌঁছাতে সব প্রতিবন্ধকতা দূরে ঠেলে কাজ করে যাচ্ছেন অদম্য গণমাধ্যমকর্মীরা। এজন্য শারীরিক-মানসিক নির্যাতনসহ হারাতে হয় প্রাণও।

 

৩০শে এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। এতে দেখা যায়- এপ্রিলে ২৪টি ঘটনায় বিভিন্ন জেলায় ৬২ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা, আইনি হয়রানি, গ্রেপ্তার, হুমকি ও নির্যাতনের শিকার হন। এর মধ্যে ৮ জন পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা ও আহতের শিকার হয়। লাঞ্ছিত ও হুমকি পান ৯ জন, হয়রানির শিকার তিনজন। এছাড়া আইনি হয়রানির শিকার ৪১ জন।


রিপোর্টার্স উইদাউট বর্ডারস এর তথ্যমতে, সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে সামান্য এগিয়ে থাকলেও, বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি বেশ গুরুতর।  সংস্থাটি বলছে, বাংলাদেশসহ প্রায় ১১২টি দেশে হুমকির মুখে মুক্ত গণমাধ্যম।

 

ক্র্যাবর সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, সাংবাদিকদের অনেকসময় প্রভাবশালীদের বাধার সম্মুখীন হতে হয়। এ থেকে উত্তরণ না ঘটলে মুক্ত গণমাধ্যম অবাস্তবই থেকে যাবে।

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন জানান, দেশে সাংবাদিকতায় বিগত সময়ে প্রভাবশালীদের বাধার মুখে পড়ার অনেক নজির রয়েছে। আগামী দিনে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে কি-না, এ নিয়েও সংশয়ে গণমাধ্যমকর্মীরা।  

 

এই বাস্তবতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দাবি, বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন সাংবাদিকরা।

 

তবে গণমাধ্যমকর্মীদের প্রত্যাশা, নির্ভয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার ও প্রকাশের মুক্ত পরিবেশের। 
 

ডিবিসি/ নাসিফ

আরও পড়ুন