সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাওয়ার প্রক্রিয়া শেষ মুহূর্তে এসে বাধার মুখে পড়েছে।
তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ শুক্রবার (৫ই ডিসেম্বর) ঢাকায় অবতরণের কথা ছিল, কারিগরি ত্রুটির কারণে সেটি নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি। ফলে তার বিদেশ যাত্রার বিষয়টি আপাতত পিছিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিশেষ ওই এয়ার অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় আজকের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে এবং কারিগরি ত্রুটি সারালে বিমানটি আগামীকাল শনিবার (৬ই ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত থেকেই বেগম জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহল ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা ছিল। দলীয় সূত্রে জানা যায়, যাত্রার সব প্রস্তুতিই প্রায় সম্পন্ন। কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান, যাত্রার পরিকল্পনায় অনাকাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আমরা আশা করছি, সব ঠিক থাকলে সেটা আগামীকাল শনিবার পৌঁছাতে পারে।”
তবে বিমান পৌঁছালেই তাৎক্ষণিকভাবে যাত্রা শুরু হবে কি না, তা নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক অবস্থার ওপর। এ প্রসঙ্গে মহাসচিব বলেন, “ম্যাডামের শরীর যদি দীর্ঘ ভ্রমণের জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি ইতিবাচক সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ আগামী ৭ ডিসেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হতে পারেন।”
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তার সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্য ও পরিবারের সদস্যদেরও যাওয়ার কথা রয়েছে।
ডিবিসি/ এসএফএল