বাংলাদেশ, জাতীয়

আজ মধ্যরাত থেকে হজ ফ্লাইট শুরু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে এপ্রিল ২০২৫ ০৭:৪৯:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। হজের এই প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (২৮শে এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে এবছরের প্রথম হজ ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ২টা ১৫ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়।  

 

চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৮৭ হাজার ১০০ জন। সোমবার রাতে উদ্বোধন হচ্ছে এ বছরের হজ ফ্লাইট। এরই মধ্যে আশকোনায় ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। হজের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে করতে পারেন তার জন্য সবার দোয়া চেয়েছেন হজযাত্রীরা। হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ অফিসে। হযরত শাহজালাল বিমান বন্দরে হবে সৌদি অংশের আগাম ইমিগ্রেশন। 

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন