বাংলাদেশ, বিবিধ, জাতীয়

বিশ্ব মা দিবস আজ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

রবিবার ১১ই মে ২০২৫ ০৭:৫০:৩৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ব মা দিবস আজ। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও বর্তমানে সারা বিশ্বেই দিবসটি পালিত হয়। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও দিনটি পালিত হবে।


সন্তানরা মায়ের প্রতি ভালোবাসা জানাতে কেউ ফুলসহ বিভিন্ন উপহার দিয়ে মাকে শুভেচ্ছা জানাবে। তবে মা দিবস শুধু একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ নয়। একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, সে ঋণ কোনো দিনই শোধ করা যাবে না। এজন্য মায়ের প্রতি ভালোবাসা ও যত্ন শুধু একটি দিবসের মধ্যে না রেখে মাকে নিঃশর্তভাবে ভালোবাসাই সন্তানদের দায়িত্ব। 

 

আধুনিক যুগে মা দিবসের উৎপত্তি যুক্তরাষ্ট্র থেকে। সেখানে প্রতি বছরের মে মাসের ২য় রবিবার পালিত হয় এটি। এই চিন্তাটা প্রথম আসে ফিলাডেলফিয়ার আনা জারভিসের মাথা থেকে। তিনি ১৯০৭ সালে ১২ই মে তার মাকে নিয়ে এক ছোট্ট স্মরণসভার আয়োজন করেন। আনা জারভিসের মা নারীদের একসঙ্গে করে বন্ধুত্ব ও স্বাস্থ্য নিয়ে কাজ করতেন। মায়েদের সন্তান মানুষ করাটা যে অনেক পরিশ্রমের কাজ সেটা সবাইকে জানাতে চেয়েছিলেন তিনি।

 

ওয়েস্ট ভার্জিনিয়ার গ্র্যাফটনে আনা জারভিসের মা, আনা রিভস জারভিস মায়েদের একটা ‘ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল শিশু মৃত্যুহার কমিয়ে আনা। কারণ মিজ জারভিস নিজেও তার নয়টি সন্তান হারিয়েছিলেন। তিনি মারা যান ১৯০৫ সালের ৯ই মে। আর তার স্মরণসভার জন্য আনা জারভিস ১২ই মে বেছে নেন কারণ ওটাই ছিল তার মা মারা যাবার কাছাকাছি একটা রবিবার। তার মা যে চার্চে যেতেন সেখানে তার মার উদ্দেশ্য একটি ছোট্ট অনুষ্ঠান করেন।

এরপর থেকে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার বেশিরভাগ জায়গায় মা দিবস পালন হয়ে আসছে।

 

এরপর ১৯১৪ সালের ৮ই মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসাবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানিসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।

 

সৃষ্টির আদি লগ্ন থেকে মধুর এ শব্দটি শুধু মমতার নয়, ভালোবাসারও সর্বোচ্চ আধার। মায়ের অনুগ্রহ ছাড়া কোনো সন্তানের ধারণ করা সম্ভব নয়। সন্তানের জন্য মা বিপুল ত্যাগ স্বীকার করেন, অকৃত্রিম ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেন। প্রতিদানে কিছুই চান না। সেই মায়ের জন্যই আজ একটি বিশেষ দিন।

মা চিরন্তন, মায়ের তুলনা হয় না। মা সৃষ্টির নাম। মায়ের দায়িত্ব ইঞ্চি ইঞ্চি করে পালন করতে হয়। এমনটা সন্তানরা পালন না করলেও মা ঠিকই করেন। মাকে সব সময় সোনা-রুপা, হীরা-মুক্তা দিতে হবে এমনটা নয়। মায়ের মুখের হাসিটাই বলে দেবে সন্তানের দেওয়া কোন জিনিসটা ভালো লেগেছে।

 

মা দিবসে দুনিয়ার সব নারীর জীবন নিরাপদ হবে, এমন প্রতিজ্ঞাও প্রয়োজন। সবার আগে হোক মায়ের প্রতি সম্মান-দায়িত্ব। প্রতিবছরই ক্যালেন্ডার ধরে মা দিবস আসে, চলেও যায়। মায়ের প্রতি সন্তানের কর্তব্য বাস্তবায়ন করার ঘাটতিও আছে অনেকের। সমাজেই স্পষ্ট হয়ে ওঠে মায়ের প্রতি সন্তানের দায়িত্ব পালনে উদাসীনতা। অনেক মায়ের স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে।

 

তবে মা দিবসে মায়ের জন্য বিশেষ কিছু করার চিন্তাও করেন অনেক সন্তান। হোক ক্ষুদ্র উপহার, ওই উপহারের মধ্যে লুকানো থাকে মুঠোভর্তি ভালোবাসা। অনেক দিন ধরে নিজের জন্য কোনো একটা জিনিসের শখ মায়ের। হয়তো একটা বিশেষ শাড়ি কিংবা গয়না। কিন্তু কিছুতেই নিজে কেনেননি। মুখ ফুটে বলেননি কাউকে। কিন্তু আপনি সন্তান হিসাবে বুঝতে পেরে কিনে ফেলুন। দেখুন না কেমন চমকে যান প্রিয় মা।

 

ডিবিসি/এমএ

আরও পড়ুন