বাংলাদেশ

আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই অ্যাপের কার্যপ্রণালি ও ভোটদান প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরতে আজ মঙ্গলবার বিকেলে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কারিগরি ব্রিফিং করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। মূলত পোস্টাল ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা সংশয় দূর করতেই এই কারিগরি মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

 

ইসি জানিয়েছে, এই ব্রিফিংয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল থেকে প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন দুইজন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ডিজিটাল এই প্রক্রিয়ার নিরাপত্তা ও কার্যপদ্ধতি সম্পর্কেই আজকের ব্রিফিংয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন